ফরম পুরনের নির্দেশাবলী ঃ
(১) সকল তথ্য ইংরেজিতে পুরণ করতে হবে।
(২) লাল রং-এর স্টার চিহ্ন ঘর অবশ্যই বাধ্যতামূলক পুরনিয়।
(৩) ফরম সাবমিট করার পর ফরমে উল্লেখিত ইমেইল নম্বরে ফিরতি মেসেজ অর্থাৎ আপনার প্রদানকৃত তথ্যসহ একটি কপি যাবে উক্ত মেসেজের প্রিন্ট কপি, SSC-এর রেজিষ্ট্রেশন কার্ড ও মার্কসিট, ৩কপি পিপি সাইজের ছবিসহ সবোর্চ্চ ৩দিনের মধ্যে প্রতিষ্ঠানে সরাসরি এসে ফি প্রদান পূর্বক ভর্তি সম্পূর্ণ করতে হবে।
(৪) বিশেষ ফি ছাড়ের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এখতিয়ারভূক্ত যাহা প্রতিষ্ঠানে চুড়ান্ত ভর্তির সময় সমন্বয় করা হবে।
(৫) ফরম পুরন করতে বা ফিরতি মেসজ আসতে কোন সমস্যা হলো যোগাযোগ করুন ০১৭১২৩৮৮২০৮ নম্বরে। ধন্যবাদ।