মিনাল ইনষ্টিটিউট-এ স্থায়ী উপার্জনের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণে ভর্তি’র তথ্যাদি Logo
  • করোনা মহামারী থেকে পরিত্রানের জন্য-

    করোনা মহামারী থেকে পরিত্রানের জন্য-

    আল্লাহ্’র ইবাদত করুন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ুন!
  • স্থায়ী উপার্জনের জন্য প্রশিক্ষণ (মল্টি প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ)

    স্থায়ী উপার্জনের জন্য প্রশিক্ষণ (মল্টি প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ)

    “কারো উপর নির্ভরশীল না হয়ে, চাকুরীর চিন্তা না করে-কাজ করে উপার্জন করব, সারাজীবন ভাল খাব-সুখে থাকব”
  • বিজ্ঞাপন

    বিশেষ ভাবে জ্ঞাতার্থে: এই বিজ্ঞাপন থেকে আপনার মনোনীত প্রশিক্ষণের বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে উহা থেকে জেনে নিন এবং ভর্তির জন্য উল্লিখিত লিংক-এ প্রবেশ করে ভর্তির ফরমটি পুরণ করুন। ধন্যবাদ।
    বিজ্ঞাপন
  • আপনার মনোনিত প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেখুন:-

  • এই প্রশিক্ষণ শুধুমাত্র কর্মসংস্থান পাওয়ার লক্ষ্যে (ভর্তির সুযোগ চলতি সেশন পর্যন্ত)

    সরকার ও কারিগরি শিক্ষা বোর্ডের নীতিনির্ধারণের উপর পরিবর্তনশীল
  • কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ 

    (শতভাগ কর্মসংস্থান পাওয়ার লক্ষ্যে)

     

    (১) কোর্সঃ এক্সপার্ট কম্পিউটার অপারেটর (অফিস অ্যাপ্লিকেশন)।

    শিক্ষণীয় বিষয়- Windows, Microsoft Word, Excel, PowerPoint, Access, Internet-Email, Basic Hardware Assembling & Software Installation with various types of Letter works composing.

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। 

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৪-৫হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

     

    (২) কোর্সঃ কম্পিউটার মেকানিক টেকনিশিয়ান- (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং)

    শিক্ষণীয় বিষয়- Hardware Assembling, Repairing & Software Installation, Repairing with working System Software-Windows-DOS-BOOT and BOIS.

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। 

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৫-৭হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

  • ইলেকট্রনিক্স যন্ত্রাংশ মেরামত প্রশিক্ষণ

    (শতভাগ কর্মসংস্থান পাওয়ার লক্ষ্যে)

    (১) কোর্সঃ মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান

    শিক্ষণীয় বিষয়- 

    • মোবাইল ফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যার সম্পর্কিত জ্ঞান;
    • মোবাইল ফোনের যন্ত্রাংশ পরীক্ষা করার দক্ষতা;
    • মোবাইল ফোনের যন্ত্রাংশ সঠিকভাবে আলাদা করা ও জোড়া লাগানোর দক্ষতা;
    • মোবাইল ফোনের সম্ভাব্য সব সমস্যা সম্পর্কে ধারণা;
    • মোবাইল ফোনের সম্ভাব্য সব সমস্যার সমাধান করার দক্ষতা।
    • মোবাইল ফোনের সমস্যা নির্ণয় ও মেরামত করা;
    • প্রয়োজনে ফোনের ক্রটিযুক্ত যন্ত্রাংশ ফেলে দিয়ে নতুন যন্ত্রাংশ লাগানো;
    • ফোনের যত্ন কীভাবে নিতে হবে, সে ব্যাপারে কাস্টমারকে দরকারি পরামর্শ দেয়া।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। 

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৪-৫হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

     

    (২) কোর্সঃ টিভি মেকানিক টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)

    শিক্ষণীয় বিষয়- 

    • বিভিন্ন ব্রান্ডের টিভি সম্পর্কে জ্ঞান,
    • টিভি’র ডিসপ্লে সম্পর্কে ধারণা,
    • সার্কিট ও সার্কিটের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণা-উহার সমস্যা চিহ্নিত করণ-সমস্যা সমাধান করণ এবং যন্ত্রাংশ নষ্ট-ভালো চিহ্নিত করে পরিবর্তন ও স্থাপন করণ,
    • নেটওয়ার্ক ও চ্যানেল সম্পর্কে জ্ঞান অর্জন,
    • মোবাইল টিভি’র সমস্যা নির্ণয় ও মেরামত করা;
    • প্রয়োজনে টিভি’র ক্রটিযুক্ত যন্ত্রাংশ ফেলে দিয়ে নতুন যন্ত্রাংশ লাগানো;
    • টিভি’র যত্ন কীভাবে নিতে হবে, সে ব্যাপারে কাস্টমারকে দরকারি পরামর্শ দেয়া।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। 

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৫-৭হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

  • ইলেকট্রিক্যাল কাজের প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান)

    কোর্সঃ ইলেকট্রিক টেকনিশিয়ান 

    শিক্ষণীয় বিষয়-  

    • ইলেকট্রিক্যাল ওয়্যারিং, কন্ট্রোল সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স-ইলেকট্রিক্যাল মেশিন, মেজারিং টুলস্ এন্ড ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট বিষয় জ্ঞান।
    • ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ও ইকুইপমেন্টের সঠিক ব্যবহার।
    • বিভিন্ন মেশিনের বৈদ্যুতিক ব্যবহার ও সরক্ষণের দক্ষতা অর্জন।
    • ব্যবহারিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এর সংরক্ষণ, মেরামত ও পরীক্ষণ পদ্ধতি।
    • ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা অর্জন।
    • বৈদ্যুতিক কাজে ব্যবহৃত কম্পোনেন্টের মেরামত, সংরক্ষণ এবং ব্যবহার সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা অর্জন।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। 

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৪-৫হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

  • কার-মাইক্রো-পিকআপ, অটোবাইক, অটোরিক্সা ও মটরসাইকেল মেরামত প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান)

    কোর্সঃ 

    (১) মটরগাড়ী মেকানিক টেকনিশিয়ান,
    (২) অটোবাইক ও অটোরিক্সা মেকানিক টেকনিশিয়ান ও
    (৩) মটরসাইকেল মেকানিক টেকনিশিয়ান

    শিক্ষণীয় বিষয়-  

    • অটো মেইনটেন্যান্স এর জন্যে বিভিন্ন প্রকার হ্যান্ডটুলস ও মেজারিং টুলস এর ব্যবহার।
    • বিভিন্ন ধরণের অটো-ইঞ্জিনের ট্রাবলসুটিং এবং ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের সংরক্ষণ প্লানিং সম্বন্ধে বাস্তব জ্ঞান অর্জন।
    • পাওয়ার ট্রান্সমিশন, ফুয়েল ইনজেকশন, সাসপেনশন ও ব্রেক সিস্টেম সম্পর্কে বাস্তব ব্যবহারিক জ্ঞান অর্জন।
    • অটোবডি ডেন্টিং ও পেইর্ন্টিং এর বাস্তব অভিজ্ঞতা অর্জন।
    • তাত্ত্বিক বিষয়ের প্রেক্ষাপটে বিভিন্ন অটো-পার্টস ও অটো ইঞ্জিনের সার্বিক সংরক্ষণ সম্বন্ধে ব্যাপক ধারণা লাভ।
    • ইলেকট্রিক ওয়্যারিং বিষয়ক ধারণা ও বাস্তব অনুশীলন।
    • লাইটিং ও লাইট ফাংশনের ওয়্যারিং বিষয়ক ধারণা ও বাস্তব অনুশীলন।
    • অটো ইঞ্জিন, অটো-ইলেকট্রিসিটি, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, অটো পার্টস্ মেশিনিং, ডেন্টিং এন্ড পেন্টিং, মেজারিং টুলস্, সাসপেনসন ব্রেক, ফুয়েল এন্ড ফুয়েল ইনজেকশন সিস্টেমস্ এর ধারণা ও বাস্তব অনুশীলন।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। 

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৬-৮হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

     

     কোর্সঃ এক্সপার্ট গাড়ি চালক (মটর ড্রাইভিং)

    শিক্ষণীয় বিষয়-  

    • অটো মেইনটেন্যান্স এর জন্যে বিভিন্ন প্রকার হ্যান্ডটুলস ও মেজারিং টুলস এর ব্যবহার।
    • বিভিন্ন ধরণের অটো-ইঞ্জিনের ট্রাবলসুটিং এবং ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের সংরক্ষণ প্লানিং সম্বন্ধে বাস্তব জ্ঞান অর্জন।
    • পাওয়ার ট্রান্সমিশন, ফুয়েল ইনজেকশন, সাসপেনশন ও ব্রেক সিস্টেম সম্পর্কে  সম্বন্ধে জ্ঞান অর্জন।
    • অটোবডি ডেন্টিং ও পেইর্ন্টিং এর সম্বন্ধে জ্ঞান অর্জন।
    • ইলকেট্রকি ওয়্যারিং বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন।
    • লাইটিং ও লাইট ফাংশনরে ওয়্যারিং বিষয়ক ধারণা।
    • কার, পকিআপ ও মাইক্রোবাস-এ ড্রাইভিং করণ (বাস্তব অনুশীল)।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে। 

    = সপ্তাহের ৫দিন রোড/মাঠ-এ বাস্তব প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)। এছাড়াও বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য সহায়তা করা হবে।
    = প্রশিক্ষণের জন্য ৫০০০/- গাড়ীর ফুয়েল খরচ ৫-৭ হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

     

  • টেইলরিং কাজের প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান)

    কোর্সঃ সেলাই ও গার্মেন্টস এক্সপার্ট

    প্রশিক্ষণের বিষয়সমূহ:
    > পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যচর্চা (OSH) এবং ব্যক্তিগত আত্মরক্ষা সরঞ্জাম (PPE);
    > পোশাক তৈরির গুরুত্ব, প্রাথমিক উপকরণ এবং ইঞ্চি ফিতার পরিমাপ;
    > দেহের পরিমাপ এবং কাপড় পরিমাপ নির্ধারণ এবং পোশাক তৈরির ধাপ;
    > সেলাই মেশিন ও মেশিন সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সেলাই মেশিনের সম্ভাব্য দোষক্রটি (Trouble Shooting)
    সনাক্তকরণ ও সমাধান;
    > সেলাই মেশিন পরিচর্যা ও রক্ষনাবেক্ষন, সেলাই মেশিন চালনা এবং ঘাট সেলাই, বোতাম ঘর সেলাই;
    > পুনরায় অনুশীলন ও দক্ষতা যাচাই (মূল্যায়ন);
    > জাঙ্গিয়া, পেটিকোট, বেবি ফ্রক, সালোয়ার কামিজ, ম্যাক্সি, ফতুয়া এবং ব্লাউজ প্রস্তুতকরণ;
    >পণ্যের খরচ, মূল্য নির্ধারণ ও বাজারজাতকরণ।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

     = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। মহিলাদের বিশেষ অগ্রধিকার দেওয়া হবে। মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৩-৪হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

  • ব্লক বাটিক ও প্রিন্টিং কাজের প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান)

    কোর্সঃ ব্লক বাটিক ও প্রিন্টিং এক্সপার্ট

    প্রশিক্ষণের বিষয়সমূহ:

    ক) ব্লক বাটিক ও স্ক্রীন প্রিন্টিং পরিচিতি, বস্ত্র ও সরঞ্জাম সম্পর্কে ধারণা, নক্সা তৈরী, ছাপার জন্য কাপড় ও টেবিল প্রস্তুতি, রং ও কেমিক্যাল সম্পর্কে ধারনা ও প্রস্তুত প্রণালী, থ্রিপিস, চাদর, কুশন, শাড়ীতে ব্লক ও বাটিক করার পদ্ধতি, প্রিন্ট সম্পর্কে ধারণা, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ।

    খ) তৈরী পোশাক ও অন্যান্য কাপড়ে ব্লক, বাটিক ও স্ক্রীণ প্রিন্টিং করার কৌশল অর্জন।
    গ) তৈরী পোশাক ও অন্যান্য কাপড়ে ব্লক বাটিক ও স্ক্রীণ প্রিন্টিং এর মাধ্যমে মূল্য সংযোজন করার সক্ষমতা।
    ঘ) ব্লক বাটিক ও স্ক্রীণ প্রিন্টিং কর্মী হিসেবে কর্মে নিয়োজিত হওয়ার গুণাবলী।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। মহিলাদের বিশেষ অগ্রধিকার দেওয়া হবে। মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৩-৪হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

  • ওয়ার্টারলাইন ও বাদরুম ফিটিং কাজের প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান)

    কোর্সঃ ওয়াটার লাইন ও বাথরুম ফিটিং টেকনিশিয়ান (প্লাম্বিং ও পাইপ ফিটিং)

    প্রশিক্ষণের বিষয়সমূহ: 

    • > ইনস্টলেশনের জন্য পাইপ প্রস্তুত করণ
    • > পাইপ ফ্যাব্রিকটে অনুশীলন
    • > পাইপ জোড়া এবং সংযোগ তৈরী করণ
    • > ছোটখাটো ঘর-বাড়ি নির্মাণ কাজে ওয়াটার লাইন ও বাথরুম ফিটিং কাজ সম্পাদন করণ
    • > নদীর গভীরতা নির্নয় ফিক্সচার ইনস্টল করণ
    • > পাইপ ফাঁস পরীক্ষা পরিচালনা করণ
    • > পানি সরবরাহ লাইন ইনস্টল করণ
    • > বর্জ্য পানির লাইন ইনস্টল করণ > টয়লেট কমোড, টয়লেট প্যান, পানির বেসিন, পানির কল, সাওয়ার ইত্যাদি ফিটিং করণ
    • > পানির পাম্প/মটর স্থাপন ও লাইন সংযোগ করন।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। 

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ৪-৫হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

  • পশু চিকিৎসক (ভেটেরিনারি চিকিৎসা) প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান)

    কোর্সঃ পশু চিকিৎসক (ভেটেরিনারি চিকিৎসা)

    প্রশিক্ষণের বিষয়সমূহ: 

    • রোগ নির্ণয় করণ পদ্ধতি।
    • রোগ প্রতিকার ব্যবস্থা অনুধাবন।
    • ঔষধ ব্যবস্থাপনা।
    • ঔষধ প্রয়োগ ব্যবস্থাপনা।
    • চিকিৎসা ব্যবস্থাপনা।
    • টুলস্ ও যন্ত্রপাতি’র ব্যবহার অনুশীলন।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। (ভেটেরিনারি ডাক্তার দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে)।

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ১২-১৫হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

  • পল্লী চিকিৎসক (গ্রাম্য ডাক্তার) প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান)

    কোর্সঃ পল্লী চিকিৎসক 

    প্রশিক্ষণের বিষয়সমূহ: 

    • রোগ নির্ণয় করণ পদ্ধতি।
    • রোগ প্রতিকার ব্যবস্থা অনুধাবন।
    • ঔষধ ব্যবস্থাপনা।
    • ঔষধ প্রয়োগ ব্যবস্থাপনা।
    • চিকিৎসা ব্যবস্থাপনা।
    • টুলস্ ও যন্ত্রপাতি’র ব্যবহার অনুশীলন।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। (এমবিবিএস ডাক্তার দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে)।

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ১২-১৫হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448 ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

  • আমিনশীপ (ভূমি জরিপ) প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান)

    কোর্সঃ ভূমি জরিপ

    প্রশিক্ষণের বিষয়সমূহ: 

    ✔️ ভূমি জরিপ সর্ম্পকিত বিভিন্ন বিষয়ের সংজ্ঞা ও ইতিহাস।

    ✔️C.S , S.A. , R.S. , B.S.. র্পচা বা খতিয়ান সর্ম্পকে ।

    ✔️ ষোল আনা তথা আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি ও তলি সর্ম্পকে ।

    ✔️ খতিয়ান থাকে অংশ বের করার পদ্ধতি।

    ✔️ ভূমির বিভিন্ন পরিমাপ সর্ম্পকে ।

    ✔️ দলিল সর্ম্পকে ।

    ✔️ জ্যামিতির মাধ্যমে র্সবপ্রকার জমির সঠিক পরিমাণ বের করার পদ্ধতি সর্ম্পকে বিস্তারিত ।

    ✔️ বালু, মাটি, ইট ও কাঁঠের হিসাব।

    ✔️ এছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে।

    প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীঃ-

    = প্রশিক্ষণের সময়-সীমা হবে ৩-৬মাস (কাজ করার উপযোগী করে প্রশিক্ষণ শেষ করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ কাঁচামাল প্রতিষ্ঠান বহন করবে।
    = প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। (দক্ষ সার্ভেয়ার দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে)।

    = প্রশিক্ষণ শেষে বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য ১৫-৩০দিন এন্টারপ্রাইজ বেইজ ট্রেনিং (WBT) করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে।;bz

    = প্রশিক্ষণে প্রতিদিন ৩ঘন্টা ক্লাস পরিচালনা করা হবে, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত।
    = প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান/শিক্ষার্থীর মনোনীত জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
    = প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে (সনদ প্রাপ্তির পূর্বে কর্মসংস্থানের জন্য সনদের প্রয়োজন হলে সার্টিফাই কপি প্রদান করা হবে)।
    = প্রশিক্ষণের জন্য ১২-১৫হাজার টাকা খরচ হবে। 
    = প্রশিক্ষণে ভর্তির জন্য https://form.jotform.com/211412263168448  ক্লিক করে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফরমে উল্লিখিত তথ্যের একটি কপি ফরমে দেয়া আপনার ইমেইল নম্বরে ফিরতি হলে ভর্তি সম্পূর্ণ হবে। এরপর পরবর্তী নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানে এসে অন্যান্য কার্যক্রম করতে হবে।

     

  • ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ (শতভাগ কর্মসংস্থান পাওয়ার লক্ষ্যে)

    গ্রাফিক্স ডিজাইন ও মার্কেটপ্লেসঃ

    সেশন ও মেয়াদকালঃ  ৩/৬ মাস মেয়াদীঃ (জানুয়ারী-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর অক্টোবর-ডিসেম্বর এবং জানুয়ারী-জুন অথবা জুলাই-ডিসেম্বর )।

    কোর্স ফিঃ ৮০০০/-(+)২০০০/-=১০০০০/- (দশ হাজার টাকা মাত্র)।

    ফি প্রদানের নিয়মঃ ভর্তির সময় তিন ভাগরে একভাগ বাকী টাকা একমাস পরে অর্ধেক এবং দুইমাস পরে অবশিষ্ট্য টাকা পরিশোধ করতে হবে।

    ক্লাসের সময়ঃ (এক)- সকাল ১১:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত (দুই)- বিকাল ২:০০ হতে বিকাল ৫:০০পর্যন্ত।

    বিঃদ্রঃ নিজ নিজ ইনকাম একাউন্ট তৈরী করে দেয়া হবে।

    অন্যান্য বিষয় জানার জন্য প্রতিষ্ঠানর কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করুন। 01712388208

     

    ওয়েজপেইজ ডিজাইন ও মার্কেটপ্লেসঃ

    সেশন ও মেয়াদকালঃ ৩/৬ মাস মেয়াদীঃ (জানুয়ারী-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর অক্টোবর-ডিসেম্বর এবং জানুয়ারী-জুন অথবা জুলাই-ডিসেম্বর )।

    কোর্স ফিঃ  ১০০০০/-(+)২০০০/-=১২০০০/- (বার হাজার টাকা মাত্র)।

    ফি প্রদানের নিয়মঃ ভর্তির সময় তিন ভাগরে একভাগ বাকী টাকা একমাস পরে অর্ধেক এবং দুইমাস পরে অবশিষ্ট্য টাকা পরিশোধ করতে হবে।

    ক্লাসের সময়ঃ (এক)- সকাল ১১:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত (দুই)- বিকাল ২:০০ হতে বিকাল ৫:০০পর্যন্ত।

    বিঃদ্রঃ নিজ নিজ ইনকাম একাউন্ট তৈরী করে দেয়া হবে।

     

    ডিজিটাল মার্কেটিং ও মার্কেটপ্লেসঃ

    সেশন ও মেয়াদকালঃ ৩/৬ মাস মেয়াদীঃ (জানুয়ারী-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর অক্টোবর-ডিসেম্বর এবং জানুয়ারী-জুন অথবা জুলাই-ডিসেম্বর )।

    কোর্স ফিঃ  ১০০০০/-(+)২০০০/-=১২০০০/- (বার হাজার টাকা মাত্র)।

    ফি প্রদানের নিয়মঃ ভর্তির সময় তিন ভাগরে একভাগ বাকী টাকা একমাস পরে অর্ধেক এবং দুইমাস পরে অবশিষ্ট্য টাকা পরিশোধ করতে হবে।

    ক্লাসের সময়ঃ (এক)- সকাল ১১:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত (দুই)- বিকাল ২:০০ হতে বিকাল ৫:০০পর্যন্ত।

    বিঃদ্রঃ নিজ নিজ ইনকাম একাউন্ট তৈরী করে দেয়া হবে।

     

    গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া কোর্সঃ

    শিক্ষনিয় বিষয়ঃ ফটোশপ, ইলাষ্ট্রেটর, স্কেনিং, এডিটিং, প্রিন্টিং ও ইন্টারনেট-ইমেইল ও বেসিক হার্ডওয়্যার-সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।

    গ্রাফিক্স ডিজাইন কোর্সের ফি-৭০০০/-টাকা টাকা মাত্র। 

     

    ফি প্রদান নিয়মঃ
    এককালীণ পরিশোধযোগ্য। কোন কারণে ভর্তির দিন মোট ফি’র অর্ধেক টাকা প্রদান করতে হবে। পরবর্তীতে সর্বেোচ্চ দুই কিস্তিতে প্রদান করা যাবে।

     প্রশিক্ষণে ব্যবহৃত সরঞ্জামঃ প্রশিক্ষণ যন্ত্রপাতি ও কাঁচামাল এর খরচ প্রতিষ্ঠান যোগান দিবেন। খাতা-কলম বাবদ খরচ শিক্ষার্থী বহণ করবেন। অন্যান্য উপকরণ খরচ প্রতিষ্ঠান বহন করবেন।

     প্রশিক্ষণের ক্লাস পরিচালনঃ অভিজ্ঞ প্রশিক্ষক,প্রশিক্ষণ প্রদান করবেন। সপ্তাহের ছুটির দিন ব্যতিত প্রতিদিন কমপক্ষে ২ঘন্টা ক্লাস পরিচালিত হবে।

     প্রশিক্ষণের সনদঃ শিক্ষার মূল্যায়ণ যাচাই পূর্বক কোর্স শেষে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের বিটিইবি বোর্ড কর্তৃক সনদ প্রদান করা হবে। প্রয়োজনে সনদের সার্টিফাইকপি প্রদান করা যাবে।

    অন্যান্য বিষয় জানার জন্য প্রতিষ্ঠানর কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করুন। 01712388208

     

     

  • মিনাল কম্পিউটার প্রশিক্ষণ একাডেমী (MCTA)

    মিনাল কম্পিউটার প্রশিক্ষণ একাডেমী (MCTA)

    বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান (প্রতিষ্ঠান কোড-১২০৭৪)। সরকারপাড়া, ঠাকুরগাও। প্রয়োজনেঃ- কর্তৃপক্ষ-০১৭১২৩৮৮২০৮
  • Should be Empty: